ভেড়ামারায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
হেলাল মজুমদার ভেড়ামারা, প্রতিনিধি
‘বিজ্ঞান সম্মত জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ ‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ শ্লোগান ও
‘ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৯ শে জানুয়ারি) কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা। ঐদিন সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার রতন কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ভেড়ামারা সরকারি পাইলোট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জব্বার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমীন ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। উপজেলা সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভেড়ামারা সরকারি কলেজ , বিজেএম ডিগ্ৰি কলেজ-সহ উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তাদের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।