দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল
মোহাম্মদ আককাস আলী : দ্বাদশ জাতীয় সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি হাজী রবিউল আলম বুলেট এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মিছিলে অংশ নেন সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস এম হান্নান প্রমুখ।
Print [1]