ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

জীবনতরী সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র ও উপবৃত্তি প্রদান

জীবনতরী সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র ও উপবৃত্তি প্রদান

রাজশাহী ব্যুরো : পাঁচশত জন শীতার্ত অসহায় মানুষকে শীতবস্ত্র ও একশত জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করেছে অলাভজনক প্রতিষ্ঠান জীবনতরী সমাজ কল্যান সংস্থা।
সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৪.০০ টায় সংগঠনটির প্রধান কার্যালয় প্রসঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জীবনতরী সমাজ কল্যান সংস্থার সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি।
বাংলাদেশ বেতার রাজশাহীর অনুষ্ঠান ঘোষক ও সহকারি অধ্যাপক এম. নজরুল ইসলামের সঞ্চাচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বন্ধু টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক আবুল কালাম আজাদ, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানটি অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বেকারত্ব দুরীকরনে বিশেষ ভুমিকা রাখায় সর্বমহলে বেশ প্রশংশিত হয়েছে।