ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়ায় অবাধে নিধন করা হচ্ছে বন্যপ্রাণী 

বগুড়ায় অবাধে নিধন করা হচ্ছে বন্যপ্রাণী 

 রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় জেলার  সোনাতলা উপজেলায় প্রশাসনকে তোয়াক্কা না করে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন বন্য প্রাণি। যার ফলে  নষ্ট হয়ে যাচ্ছে  পরিবেশের ভারসাম্য। বিভিন্ন সূত্রে জানা গেছে  সাঁওতাল সম্প্রদায়ের  লোকজন এসব বন্য প্রাণী শিকার করলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া, হলিদাবগা, ভেলুরপাড়া, নিমেরপাড়া, জোড়গাছা, ছিচারপাড়া, রংরারপাড়া, চরপাড়া, দিঘলকান্দি, কলেজ স্টেশন, নওদাবগা, হাটকরমজা, ঠাকুরপাড়া, গোসাইবাড়ি এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে তীর দিয়ে শিয়াল, বেজী শিকার করতে দেখা গেছে। এদের মধ্যে শিকারী দলের সদস্য কমলেশ বলেন, গতকাল বুধবার সকাল থেকে তারা সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণি শিকারে মাঠে নেমেছে। সাঁওতাল সম্প্রদায়ের  সদস্যরা জানান, বন্য প্রাণির মাংস তাদের প্রিয় খাবার। এ বিষয়ে স্থানীয় জনসাধারণ জানান, এ ধরনের বণ্য প্রাণি তাদের গৃহপালিত হাঁস-মুরগি, ছাগল,  ভেড়ার উপর আক্রমণ করে। এমনকি হিংস্র পশু হিসেবে শিয়াল মানুষ ও পশু-পাখির ক্ষতি সাধন করে। তাই সাঁওতালদের এমন কাজে তারা বাধা হতে চাননা। এ বিষয়ে বগুড়া  সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান বন্য প্রাণি শিকারের সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে  অবশ্যই আইনের আওতায় আনা হবে। কারণ বন্য প্রাণি শিকারে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।