বোয়ালমারীতে ভুল নাম্বারে যাওয়া ৫১ হাজার টাকা ১ দিনে ফেরত এনে দিলেন পুলিশ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ বিকাশের দুটি ভুল নাম্বারে যাওয়া ৫১ হাজার টাকা এক দিনের মধ্যে উদ্ধার করে ফেরত দেন তাহমিনা (৫৭) নামের এক মহিলাকে। উদ্ধারকৃত টাকা শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে ওই মহিলাকে বুজিয়ে দেন।
থানা সূত্রে জানা যায়, বোয়ালমারীর বাসিন্দা
তাহমিনা বিকাশে টাকা পাঠানোর সময় দুটি ভুল নাম্বারে ৩০ হাজার ও ২১ হাজার, মোট ৫১ হাজার টাকা চলে যায়। পরে কোন উপায় না পেয়ে গত ১ ফেব্রুয়ারী তিনি থানায় একটি জিডি করেন। জিডি নম্বর ২৩। জিডির তদন্তের দায়িত্ব পড়েন এএসআই মো. হাবিবুর রহমান কাননের উপর।
তদন্তকারী কর্মকর্তা মো. হাবিবুর রহমান কানন গত শুক্রবার একদিনের মধ্যেই পুরো টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত টাকা শনিবার টাকার মালিক তাহমিনাকে বুজিয়ে দেন।
থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, বিকাশে টাকা চলে যাওয়ার বিষয়ে একটি জিডি করা হয়। জিডির পরে এক দিনের মধ্যে পুরো টাকা উদ্ধার করে টাকার মালিক তাহমিনা নামের এক মহিলাকে শনিবার বুজিয়ে দেওয়া হয়।
Print [1]