ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়া আদমদীঘিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়া আদমদীঘিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদিঘী উপজেলার নশরৎপুর রেলওয়ে লাইনের পাশ থেকে এক অজ্ঞাত  ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে  সান্তাহার হইতে বোনারপাড়া গামী নশত পুর রেললাইনের পাশ থেকে এক  অজ্ঞাত ব্যাক্তির যাহার আনুমানিক বয়স (৬০)  এক ভিকটিমের মরদেহ উদ্ধার করেছেন  সান্তাহার রেলওয়ে  থানা পুলিশ। রেলওয়ে থানা পুলিশ জানান আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে আদমদীঘি উপজেলার নশরৎপুর রেলওয়ে স্টেশনের অদূরে কোচকুড়ি এলাকা থেকে ভিকটিমের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ভিকটিমের পড়নে ছিল ফুলপ্যান্ট  চেক জ্যাকেট ও হলুদ কালো রংয়ের গেঞ্জি । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি রেললাইনের পাশ ঘেঁষে হেঁটে নশতপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান আজ রোববার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া লাশের পরিচয় শনাক্ত করার জন্য  সংগ্রহ করা জন্য চেষ্টা চালানো হচ্ছে।এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে