বিচারক ও আইনজীবী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিচারকরা চ্যাম্পিয়ন
রাজশাহী ব্যুরো: শেষ হয়েছে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন আয়োজিত বিচারক ও আইনজীবী ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২৪। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টে নিজেদের সেরা খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী বিচার বিভাগের খেলোয়াড়। বিচার বিভাগের পক্ষে চ্যাম্পিয়ন হয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান ও শংকর কুমার।
রবিবার সন্ধ্যা ৭.০০ টায় আইনজীবীদের আয়োজনে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে মোট ১২টি দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্টে বিচার বিভাগ থেকে ৬টি ও আইনজীবী থেকে ৬টি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের প্রথম দিনে গ্রুপ পর্ব এবং দ্বিতীয় দিনে সেমিফাইনাল শেষ করে ফাইনাল পর্ব নিশ্চিত করেন বিচার বিভাগের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুর রহমান ও শংকর কুমার এবং আইনজীবী সমিতির এড. মীর সাজ্জাদ হোসেন ও এড.শুভজিত কুমার।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭.০০ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে ফাইনাল খেলা ও সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন এবং চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বার এবং বিচারকদের মধ্যে যে সুন্দর সম্পর্ক তা এই আয়োজনের মাধ্যমে ফুটে উঠেছে। ভবিষ্যতে এরকম ভাবে ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন হতে পারে। ব্যাডমিন্টন খেলাটি বিদেশী খেলা হলেও বর্তমানে আমাদের দেশে এই খেলাটি আর কেউ বিদেশী মনে করে না। শীতকাল আসলেই উৎসবের মত পাড়া মহল্লার অলিতে গলিতে এই খেলা নিয়ে মেতে উঠে সবাই। আমাদের বারের সভাপতি বলেছেন, পেশাগত কারনে সবারই টানাপড়নের মধ্যে সময় যায়। কিন্তু আমি বলবো দিন শেষে, জীবন মানে উৎসব, জীবন মানে আনন্দ। সেই আনন্দ মুখরতায়, উৎসবের উচ্ছোলতায় আজকে যেভাবে খেলেছে আমাদের বিচারক ও আইনজীবীরা সত্যিই প্রশংসার দাবিদার। খেলার মাঠে খেলোয়াড়েরা যতটুকু না উত্তেজিত ছিল তার চেয়ে বেশি উত্তেজিত ছিল বাইরের দর্শকরা। আজকের টুর্নামেন্টে কেউ হারেনি, শুধু বিজয়ী হয়েছে ব্যাডমিন্টন। আমার খুব ভাল লেগেছে। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করি।
পরে সমাপণী বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন।
এসময় এস.এম. জ্যোতি উল ইসলাম সাফী’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালের জেলা জজ পদ মর্যাদার বিচারকবৃন্দ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহ মো: জাকির হাসান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মাদ ইকবাল বাহারসহ বিভিন্ন স্তরের বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জমশেদ আলীসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।