ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়ায় আলিম মাদ্রাসায় দাখিলদের বিদায়

বগুড়ায় আলিম মাদ্রাসায় দাখিলদের বিদায়ও পুরস্কার বিতরণ

রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া গাবতলীর মহিষাবান মকছেদিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (৮ ফেব্রুয়ারি) ২০২৪ ইং বৃহস্পতিবার অত্র মাদ্রাসার অধ্যক্ষ একেএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সুপ্রিমকোর্টের এ্যাডভোকেট মোঃ লিটন মিয়া। প্রধান পৃষ্টপোষক হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি সনি আহম্মেদ। বরণ্যে অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য জহুর আহম্মেদ টপি, আলহাজ্ব মোজাফ্ফর রহমান আকন্দ, আলহাজ্ব শামছুর রহমান তারা মাষ্টার, ডাঃ মোঃ আবুল কালাম প্রমুখ। মাদ্রাসার প্রভাষক আব্দুল্লাহ্ আল মাসউদ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন গভর্নিংবডির সদস্য মোজাহার রহমান, হেলাল উদ্দিন মন্ডল, মোকলেছার রহমান, সীমা বেগম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক রওজাতুল নজিয়া, তাজনুরুল ইসলাম, সাহাবুদ্দিন, আব্দুল জাব্বার, প্রভাষক মাওঃ আয়ুব মাওঃ ইসরাফিল হোসেনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। শেষে অতিথিবৃন্দ দাখিল পরীক্ষার বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অত্র মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি সনি আহম্মেদের সৌজন্যে ক্লাশ ওয়ান থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে স্কুল ব্যাগ ও ডায়েরী বিতরণ করেন।