বগুড়া আদমদীঘিতে থানা পুলিশের অভিযানে নয় মাদক সেবী আটক
রাবেয়া সুলতানা,, ( বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল রাতে নয়জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো সান্তাহার পৌর শহরের কলসা মিশন স্কুল এলাকার সিরাজুল ইসলামের ছেলে হৃদয় শেখ মুন্না (৪০) হলুদ ঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৩) একই এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২২) এমদাদুল প্রামাণিকের ছেলে শাকিল হোসেন (২৩) নওগাঁ জেলা সদর থানার শাহাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে রিফাত হোসেন (২৪) রাণী নগর থানার বিশিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে নাইম হোসেন (২১) আনোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২১) ইউনুস আলীর ছেলে আবু বক্কর (২০) জিল্লুর রহমানের ছেলে রতন হোসেন (২১) এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে বিভিন্ন এলাকায় গতকাল রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য সেবনের সময় হাতে নাতে আটক করে থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ সকাল আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ সোমবার সকালে তাদেরকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।
Print [1]