ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

পত্নীতলা থানার পাঁচ পুলিশ সদস্য পাচ্ছেন উত্তম কাজের স্বীকৃতি

পত্নীতলা থানার পাঁচ পুলিশ সদস্য পাচ্ছেন উত্তম কাজের স্বীকৃতি

মোহাম্মদ আককাস আলী :নওগাঁর পত্নীতলা থানার পাঁচ পুলিশ সদস্য উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পাচ্ছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদ্মা কনফারেন্স হলে এই পুরস্কার তুলে দিবেন ডিআইজি রাজশাহী রেঞ্জ। সূত্রমতে জানা যায়, জানুয়ারি ২০২৪ মাসে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন, অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, এসআই (নিরস্ত্র) জাফর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আফজাল হোসেন। পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওসি মোজাফফর হোসেন জানান, কোনো ভালো কাজের স্বীকৃতি একজন মানুষের জীবনে আগামীর পথচলায় পাথেয় হিসেবে কাজ করে। এই পুরস্কার অবশ্যই জীবনে ভালো কাজ করার জন্য আরো একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।