চাকুরি স্থায়ীকরনের দাবীতে নেসকো পিচরেট কর্মচারীদের আন্দোলন
রাজশাহী ব্যুরো : দীর্ঘিনের আন্দোলন সংগ্রামের পরও চাকরির অনিশ্চয়তা নিয়ে কাজ করছে নর্দান ইলেক্টিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি এর পিচরেটের কর্মচারিরা। চাকরির নিশ্চতাকরনের দাবীতে অবশেষে চলতি বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারির ১৫ তারিখ থেকে কর্মবিরতি দিয়ে নেসকো’র রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা কার্যালয়ে আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারী থেকে রাজশাহীস্থ প্রধান কার্যালয়ের মুলফটকের সামনে আন্দোলন কর্মসূচি পালন করে পিচরেট কর্মচারিরা। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৩ফেব্রয়ারী) সকাল থেকে প্রায় ৯৫৬ জন পিচরেট কর্মচারীরা প্রধান কার্যালয়ের পাদতলে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় আন্দোলনরত কর্মচারীরা দাবী জানান তাদের চাকরির নিশ্চয়তা। চাকরি স্থায়ীকরনের দাবীতে বক্তব্য রাখেন আন্দোলন বাস্তবায়ন কমিটির মূখ্যপাত্র-১ আনোয়ার হোসেন, ২ নং গোলাম কবির, এবং ৩ নং গাজিউর রহমান গাজি। এছাড়াও তাদের আন্দোলনকে বেগবান করতে তুমুল বক্তব্য রাখেন পিচরেট কর্মচারি ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ আবুল হোসেন। তারা বলেন, আপনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের চাকরি স্থায়ীকরন করুন। এছাড়াও নিজেদের আত্মহত্যার কথা উল্লেখ করে চাকুরি চাই, চাকুরি চাই বলে শ্লোগান দিতে থাকে । এসময় তাদের সাথে কথা বলে জানা যায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় ৯৫৬ জন মিটার পাঠক ও বিল বিতরণকারি রয়েছে। তারা অনেকেই ১৫-২০ বছর যাবৎ এই কাজ করে আসছেন। কিন্তু তাদের সরকারি গ্রেড অনুযায়ী বেতনভাতাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, এই চাকরি থেকে যে কাউকে যেকোন সময় বাতিলের সম্ভবনা থাকে। তারা সামান্য বেতনে এতদিন চাকরি করে আসছেন বলে দাবি করেন। এই আন্দোলনের বিষয়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি’ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।