ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

বগুড়া সান্তাহারে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     

বগুড়া সান্তাহারে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

   ( বগুড়া) প্রতিনিধি:  জেলার আদমদীঘি থানার অন্তর্গত সান্তাহার রেলওয়ে প্লাটফর্ম থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন শান্তাহার  রেলওয়ে থানা পুলিশ। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী শক্তিরা জানা গেছে আজ মঙ্গলবার দুপুরে আনুমানিক ১ ঘটিকার সময় তিন নম্বর প্লাটফর্মে আর এন বি অফিসের দক্ষিণ পার্শ্ব থেকে অজ্ঞাতনামা আনুমানিক (৬০) বছরের মরদেহে উদ্ধার করেন পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে বার্ধক্য ও অসুস্থতা জনিত কারনে ভিকটিমের মৃত্যু হতে পারে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে  থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান ময়নাতদন্তে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য সিআইডির টিম কাজ করছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।