ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাগমারায় ইউএনও’র অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ ভাটা

বাগমারায় ইউএনও’র অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ ভাটা

রাজশাহী ব্যুরো: বাগমারায় কোন অবৈধ কার্যক্রম চলবেনা জানিয়ে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। অন্যায় ও অবৈধ কার্যক্রম বন্ধের চ্যালেঞ্জ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২৩ সালে ডিসেম্বরে যোগদান করেন মোঃ উজ্জ্বল হোসেন। যোগদানের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু ও নিরেপেক্ষ ভূমিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করেন। এরপর অসংখ্য অবৈধ পুকুর খনন বন্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেন। সামান্য সময়ের ব্যবধানে পুকুর খননকারিদের বিরুদ্ধে প্রায় ডজন খানেক নিয়মিত মামলাসহ ভাংচুর করা হয়েছে এক্সকেভেটর (ভেকু) মেশিন।

অবৈধ কার্যক্রম বন্ধ অভিযানের অংশ হিসেবে বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে অবৈধ ভাটা বন্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় চিমনি (খড়ি) ভাটা উপজেলার বিগোপাড়া ও শালমারায় অবস্থিত মেসার্স এস.এম.এ. ওয়ান এর দুইটি , মেসার্স এম.এন.এস, মেসার্স এম.কে.এস, মাদিলা এলাকায় অবস্থিত মেসার্স কে.জে.এ. রুহিয়া এলাকায় অবস্থিত মেসার্স এম.এস.কে.বি.ভাটাসহ মোট ৭টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালিককে না পাওয়ায় ৩ জনকে আটক করেন ইউএনও।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন গণমাধ্যমকে জানান, এই উপজেলায় প্রায় চল্লিশাধিক ভাটা রয়েছে। এর মধ্যে কয়েকটির নাম মাত্র কাগজপত্র থাকলেও বাঁকিগুলোর কোন কাগজপত্র নেই। এই উপজেলায় আমি যতদিন আছি ততদিন কোন অবৈধ কাজ চলবে না। আমি এর আগে সবাইকে অবৈধভাবে ভাটা চালানো বন্ধের নির্দেশ দিয়েছি, কিন্তু তারা শোনেনি। আজকে অবৈধ ভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর ইন্সপেক্টর নীল রতন সরকার, পুলিশের গোয়েন্দা (ডিএসবি) সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের টিম।