সাংবাদিক রশিদ মজুমদারের ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিত
ভেড়ামারা প্রতিনিধিঃ দৈনিক ইত্তেফাক, দৈনিক নিউনেশন, বাংলাদেশ টেলিভিশন মেহেরপুর জেলা প্রতিনিধি, ভেড়ামারা থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আব্দুর রশিদ মজুমদারের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আব্দুর রশিদ মজুমদারের ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরান খতম মিলাদ মাহফিল আয়োজন করেন। গোরস্থানে কবর জেয়ারত মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও শনিবার সকালে ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রশিদ মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে তার জীবনের উপরে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৯৮ সালে ১১ই ফেব্রুয়ারী আব্দুর রশিদ মজুমদার পেশাগত দায়িত্ব পালনের জন্য রাত আনুমানিক দশটার সময় কুষ্টিয়া অভিমুখে মাইক্রোবাস যোগে যাওয়ার পথে ভেড়ামারা ১২ মাইল মোড় নামক স্থানে তাল গাছের সাথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় আব্দুর রশিদ মজুমদার গুরুত্বর আহত হলে তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আশংকা জনক হলে সে রাতে ডাক্তারের পরামর্শক্রমে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৬ ই ফেব্রুয়ারী/ ৯৮ সকাল সাড়ে দশটার সময় আমাদের ছেড়ে আব্দুর রশিদ মজুমদার চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
Print [1]