ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

দুর্নীতি রোধে ভুমি অফিসে আইডি কার্ড বিতরণ

দুর্নীতি রোধে ভুমি অফিসে আইডি কার্ড বিতরণ

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলায় রবিবার সকাল ১১ টায় ভুমি অফিসের নিজেস্ব অর্থায়নে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।
জানা যায় দশমিনা উপজেলা ভুমি অফিসকে ডিজিটাল করার লক্ষে এবং সরকারের প্রকৃত সেবাদান ও ঘুষ, দুর্নীতি বানিজ্য রোধে দশমিনা সহকারি কমিশনার ভুমি অফিসে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সেবা নিতে আসা লোক জন চিনতে পারে এ জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ওয়াশিউজ্জামান চৌধুরী জানান স্বচ্ছ ও পরিছন্ন, ঘুষ ও দুর্নীতি মুক্ত করতে অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড প্রদান করা হয়েছে। এতে করে সেবা গ্রহনকারীদের চিনতে সহজ হবে। ভুমি অফিসের সেবার মান উন্নয়নে এ উদ্যোগ গ্রহন করা হয়।