ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বোয়ালমারীতে মাদকসহ গ্রেপ্তার দুই

বোয়ালমারীতে মাদকসহ গ্রেপ্তার দুই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে বোয়ালমারীতে মাদকসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক (খ-সার্কেল) মো. রাজা মিয়া বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারী সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা নম্বর ১৬।
মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল গত রবিবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালমারী পৌরসভার আধারকোঠা কুশাডাঙ্গা পাকা রাস্তার উত্তর পাশ থেকে ছোলনা গ্রামের রমজান বিশ্বাস (২৫) ও কলারণ গ্রামের মনু মিয়াকে (৪২) আটক করে। আটকের পর তাদের উভয়ের জিন্সের প্যান্টের পকেট থেকে ১০ পিস ১০ পিস করে ২০ পিস ইয়া বড়ি উদ্ধার করেন।
থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।