ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নওগাঁয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোহাম্মদ আককাস আলী :
 নওগাঁয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার দিনের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে জেলাসহ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদগণ,জেলা প্রশাসন,উপজেলাপ্রশাসন,আওয়ামীলীগ,বিএনপিসহ অন্যান্য দলগুলো। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল বেসরকারি ভবন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।