ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

স্কুল নির্বাচন দুই প্যানেলের জাঁক জমক ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত

স্কুল নির্বাচন দুই প্যানেলের জাঁক জমক ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজার মোল্যা ও বন্ডপাশা গ্রামের মো. নুরইসলাম মোল্যার প্যানেল অংশ গ্রহণ করেন। নির্বাচনে মো. আজিজার মোল্যার প্যানেল বিজয়ী হন। মোট ভোটার সংখ্যা ৩৩২ জন, ভোট প্রয়োগ করেন ২৮৭ জন ভোটার। মো. আজিজার মোল্যার প্যানেলের মো. মতিয়ার রহমান ১৩০, মমিনুল ইসলাম ১৩২, মনিরা বেগম ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়। মো. নুরইসলাম প্যানেলের কুদ্দুস মোল্যা ১৩৭ ও মাহবুবু আলম ১১১ ভোট পান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন।