দশমিনায় পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থী বহিস্কার।
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় এসএসসি, দখিল ও সমমান পরীক্ষায় দুই জন বহিস্কারের ঘটনা ঘটে ।
জানা যায়, বৃস্পতিবার এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্ধিতীয় পত্র শুরু হয় সকাল ১০ টায়। উপজেলায় মোট তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি কেন্দ্রের মধ্যে বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীয় সময় বেতাগী শিকাদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর কাছে ইংরেজি দ্ধিতীয় পত্রের গাইডের চার পাতা এবং আদমপুর মধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন কারায় দুই শিক্ষর্থীকে বহিস্কার করেন। এ বিষয়টি নিশ্চিত করেন ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোসাঃ রুমা বেগম।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, এসএসসি ইংরেজি দ্ধিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময় অসৎ উপায় অবলম্বন করায় ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
Print [1]