ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়া এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 রাবেয়া সুলতানা ,,( বগুড়া) প্রতিনিধি: 
বগুড়ার নন্দীগ্রামে সরিষার ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক  ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে নন্দীগ্রাম উপজেলার সিংজানি এলাকায়  স্থানীয়রা এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরে দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  ধারণা করা যাচ্ছে ৪-৫ দিন আগে তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছেন দূর্বৃত্তরা। জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে নন্দীগ্রাম উপজেলার সিংজানি গোয়ালিয়া মাঠে জমিতে সরিষা কাটতে গেলে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহটি প্রায় অর্ধগলিত। মরদেহতি উদ্ধার করে মনা তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।