ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়ায়  নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার  

বগুড়ায়  নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার  

রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া  র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন তালুচ গ্রামে তালুচ পাচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা বিদ্যালয়ের এর সামনে পাকা রাস্তার উপর নকল সোনার মূর্তি হেফাজতে রেখে সোনা হিসাবে বিক্রয় করার জন্য অবস্থান করছেন প্রতারক চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে (২৮ ফেব্রুয়ারি) বুধবার দিবাগত রাতে আনুমানিক  ১০ ঘটিকার সময় র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন তালুচ গ্রামস্থ তালুচ পাচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা বিদ্যালয়ের এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত  আসামীরা হলেন বগুড়া জেলার  উভয় থানা দুপচাঁচিয়া
গ্রামের তালুচ পূর্বপাড়া মৃত : মোকছেদ আলীর ছেলে  মোঃ হেলাল উদ্দীন প্রামানিক (৫০) ও অপরজন ছাতনি এলকার মো: সিরাজ উদ্দিন প্রামানিক এর ছেলে । মোঃ জামাল উদ্দীন প্রামানিক (৫৩) বগুড়াদ্বয়কে বিশেষ কায়দায় পেপারের কাগজ দ্বারা মোড়ানো টিস্যু ব্যাগে রক্ষিত ০১ (এক) টি সোনালী রংয়ের সোনা সদৃশ গনেশ  মূর্তিসহ গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানা, বগুড়ায় ০১টি প্রতারণা মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।