ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়া সান্তাহারে ট্রেনের দরজা খুলতেই পাওয়া গেল এক কেজি হেরোইন

বগুড়া সান্তাহারে ট্রেনের দরজা খুলতেই পাওয়া গেল এক কেজি হেরোইন

রাবেয়া সুলতানা , (বগুড়া ) প্রতিনিধি : খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে দাঁড়ানোর পর ট্রেনের দরজা খুলতেই শপিংব্যাগের মধ্যে পাওয়া গেল এক কেজি হেরোইন। মঙ্গলবার বিকালে ওই ট্রেনের ‘ঙ’ নম্বর বগি থেকে নওগাঁর ১৬ বিজিবির একটি টিম এসব হেরোইন উদ্ধার করেন। এরপর তারা সান্তাহার রেলওয়ে থানায় এসব উদ্ধারকৃত হেরোইন জমা দেন। বুধবার (০৬ মার্চ) দুপুরে ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ওই ট্রেন স্টেশনে দাঁড়ানোর পর মাদক পাচারকারিরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় আমরা ওই ট্রেনের ‘ঙ’ নম্বর বতিতে ওঠার সময় দরজা খুলতেই একটি বাজারের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকানো লাল রঙের শপিংব্যাগে রাখা এক কেজি আট গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই দিন রাতেই এসব উদ্ধারকৃত হেরোইন সান্তাহার রেলওয়ে থানায় জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোক্তার হোসেন।