ভেড়ামারায় ঔষধের দোকানে অভিযান পরিচালিত
হেলাল মজুমদার কুষ্টিয়াকু ষ্টিয়ার ভেড়ামারা বাজারে ঔষধের দোকানে মোবাইল কোটের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। এতে তিন ঔষধ ফার্মেসী দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফ্রি সেম্পল ওষুধ বিক্রয় করার দায়ে ২৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ভেড়ামারা রেলবাজারে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ফরাদ ফার্মেসী, শিশির ফার্মেসী, ও তুষার ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফ্রি সেম্পল ঔষধ বিক্রয় করার অপরাধে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন কে এম মুহসীনিন মাহবুব সহকারী পরিচালক ঔষধ প্রশাসন কুষ্টিয়া, মিঠুন কুমার ঘোষ,ঔষধ তত্ত্বাবধায়ক ঔষধ প্রশাসন কুষ্টিয়া, ডাক্তার কানিশ ফারজানা উপজেলা প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা, এস আই শরিফুল ইসলাম। কেমিস্ট অ্যান্ড ড্রাগ এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, প্রথমবারের মতো সতর্ক করে দিয়ে যাচ্ছি এর পরে যদি কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফ্রি সেম্পল ঔষধ বিক্রয় করা সংবাদ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।