বিজিএম গ্রুপ আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হেলাল মজুমদার ভেড়ামারা কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি আয়োজিত বিজিএম গ্রুপ আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩ টার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বিজেএম ডিগ্রী কলেজ ফুটবল মাঠে বিজেএম গ্রুপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এই খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন। আজকের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব রুবেল মাহমুদ প্রেসিডেন্ট বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ কুষ্টিয়া ও সভাপতি ভেড়ামারা পৌর আওয়ামী লীগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রানা পবন চেয়ারম্যান বাহাদুরপুর ইউনিয় পরিষদ, বুলবুল হাসান পিপুল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ভেড়ামারা,সিহাবুল ইসলাম সাবেক চেয়ারম্যান জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ, আসলাম উদ্দিন সাবেক অধ্যক্ষ বি জে এম ডিগ্রী কলেজ বাহাদুরপুর, তৌহিদুল ইসলাম জেনারেল ম্যানেজার মনমোহন গ্রুপ, মইনুল ইসলাম প্যানেল চেয়ারম্যান বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, ইমারুল ইসলাম ইউপি সদস্য বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, চম্পা খাতুন মহিলা মেম্বার বাহাদুর ইউনিয়ন পরিষদ, সাগরিকা খাতুন মহিলা মেম্বার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ,সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, খেলাধুলা করলে মন শরীর দুটোই ভালো থাকে আজকে আমাদের ছেলেরা নেশার জগতে ডুবে গেছে। এই নেশার জগত থেকে বের হতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই আমি এই খেলার আয়োজকদের ধন্যবাদ জানাই, এবং খেলাধুলার জন্য আমি সব সময় আপনাদের পাশে আছি। আজকের ফাইনাল খেলায় যে দুইটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন তারা হলেন রাজশাহী কিশোর ফুটবল একাডেমী ও সিরাজগঞ্জ ফুটবল একাডেমী। ফাইনাল খেলায় শাহজাদপুর ফুটবল একাডেমি ২-০ গোলে হারিয়ে রাজশাহী কিশোর ফুটবল একাডেম চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য আজকের এই ফুটবল ফাইনাল খেলায় বিজেএম ডিগ্রী কলেজ ফুটবল মাঠে দর্শকরা কানাই কানাই পুন্য ছিলো। ফুটবল খেলা দেখতে আসা এক দর্শক হুমায়ূন জানান, আমরা অনেক দিন পরে একটা সুন্দর ফুটবল ফাইনাল খেলা দেখলাম। এই ধরনের খেলাধুলা মাঝেমধ্যে হলে সুন্দর হয়।
Print [1]