আয়োজনবিহীন মামুন কবিরাজের জন্মদিন
* ‘জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই। জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরও একটি বছর এগিয়ে যাওয়া।’
* ‘পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে। কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।’
* ‘বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।’
ওপরের তিনটি উক্তিই প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের।
কুষ্টিয়া জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মামুনার রশিদ মামুন কবিরাজের আজ জন্মদিন। তবে কাজের ব্যস্ততার কারণে আজকের দিনটিতে কোনো আনুষ্ঠানিকতা নেই এই রাজনৈতিক নেতার। পবিত্র মাহে রমজানের কারনে বিভিন্ন সেবামূলক কাজে ব্যাস্ত সময় পার করছেন এই নেতা।
জন্মদিন পালন প্রসঙ্গে মামুন কবিরাজ বলেন, ‘কাজের ব্যস্ততা না থাকলে হয়তো পারিবারিক পরিসরে ছোট করে হলেও আয়োজন করতাম। কিন্তু আমি এখন রমজানের হক আদায়ে বিভিন্ন এলাকায় সমাজ সেবা মূলক কাজ নিয়ে ব্যাস্ত। তাই জন্মদিন নিয়ে আপাতত কোনো ভাবনা নেই। তা ছাড়া আয়োজন করে এমনিতেই আমি জন্মদিন পালন করি না। অনেকে শুভেচ্ছা জানায়। এটাই আমার কাছে ভালোলাগার। ১৯৮২ সালের ১৬ মার্চ পৃথিবীর আলো দেখেছিলেন তিনি।