ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪

বোয়ালমারীতে স্ত্রীর বিষ খেয়ে মরার ১৯ বছর পর স্বামীর আত্মহত্যা

বোয়ালমারীতে স্ত্রীর বিষ খেয়ে মরার ১৯ বছর পর স্বামীর আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মোসলেম শেখ (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ মার্চ) বিকেলের দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সোমবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিছেন। এ ঘটনায় তার মেয়ে সালমা বেগম ইউডি মামলা করেছেন। মামলা নম্বর ৪। নিহতের ৭ ছেলে-মেয়েদের মধ্যে ৬জনের দাবি ‘ গলায় রশি দিয়ে বাবা আত্মহত্যা করলেও ঘটনাটি ‘সন্দেহজনক।’ বৃদ্ধের বড় মেয়ে সালমা বেগম বলেন, ইজিবাইক চালক মেজ ভাই বাবুল শেখের (বৃদ্ধের মেজ ছেলে) সাথে বাবা বসবাস করতো। বাবুল শেখ, তার ছেলে ও স্ত্রী বাবার সাথে খারাপ ব্যবহার করতো। ওদের অত্যাচারে বাবা আত্মহত্যা করতে পারেন। ওরা বাবাকে ঠিকমত খাবার দিতো না। ওদের অত্যাচারে ১৯ বছর আগে মাও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সালমা আরো বলেন, বাবার নামের টাকা ও জমি বাবুল শেখ জোর করে লিখে নিয়েছে। লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. কাজী আবুল বাশার জানান, খবর পেয়ে বৃদ্ধের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। সোমবার ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।