ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁ জেলা কারাগারে এক কারাবন্দির মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে এক কারাবন্দির মৃত্যু

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় জেলা কারাগারে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নওগাঁ জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান। ওই কারাবন্দি নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের প্রয়াত আবেদ আলীর ছেলে সামিরুল সরদার (২২) জেল সুপার নজরুল বলেন, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সান্তাহার রেলওয়ে থানায় করা মাদক মামলায় কারাগারে আসেন সামিরুল। ‘এরপর সোমবার ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ লাশ হাসপাতালেই রয়েছে; আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।