ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪ , আজকের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া কামার পাড়ায় স্যালো ইঞ্জন চালিত অবৈধ্য আলগামনকে সাইড দিতে গিয়ে দ্রুত গামী একটি মটরসাইকেল পাশর্^বর্তী গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে চালক হৃদয় (২০) নামে ১ যুবক নিহত হয়।
এ সময় মটর সাইকেল আরোহী নিশা আহাম্মেদ (১৬) গুরুতর ভাবে আহত হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় মঙ্গলবার রাতে ইঞ্জিন চালিত একটি আলগামনকে সাইড দিতে গিয়ে আড়িয়ার কামারপাড়া নামক স্থানে দৃুতগামী মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে। আড়িয়া পশ্চিমপাড়া গ্রামের লস্কর আলীর পুত্র হৃদয়(২০) নিহত হয়।
এ সময় একই এলাকার মন্ডল পাড়ার জিয়াউলের পুত্র মটর সাইকেল আরোহী নিশাত আহাম্মেদ (১৬) গুরুতর ভাবে আহত হয়। আহত নিশাত আহাম্মেমদকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে ভর্তির পর তাকে তার অবস্থার অবনতী দেখা দিলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় মামলা দায়ের করা হয়েছে এবং লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে বুধবার সকালে ময়না তদন্তের জন্যে প্রেরন করা হয়েছে।