কুষ্টিয়ায় বন দিবসে সরকারি গাছ কর্তন চোরকে ছেড়ে দিয়ে গাছ আটক করে থানায় নিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ
মানজারুল ইসলাম খোকনঃ আন্তর্জাতিক বন দিবসে কুষ্টিয়ায় সরকারি গাছ কর্তনের মহোৎসব চালাচ্ছে জিয়ারখি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার নগর মহাম্মদপুর এলাকার সাদবার মেম্বার। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, চোরসহ গাছ ধরে, চোরকে ছেড়ে দিয়ে কাটা গাছ আটক করে থানায় নেওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানাযায় ২৩ মার্চ শনিবার বিকালে নগর মহম্মাদপুর মৌজার লাহিনী জিকে ক্যানেল থেকে দিনভর সরকারি গাছ কেটে পাশের স্ব-মিলে নিতে থাকে এসময় কুষ্টিয়া মডেল থানা পুলিশ খবর পেয়ে এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌছে সাদবার মেম্বারসহ গাড়ি ভর্তি গাছ আটক করে।
অজ্ঞাত কারনে ঘটনা স্থল থেকে সাদবার মেম্বারকে ছেড়ে দিয়ে শুধু গাছের গাড়ি পুলিশ থানায় নিয়ে আসে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান সরকারি গাছ কাটার সংবাদ পেয়ে গাছ উদ্ধার করা হয়েছে তবে তিনি ঘটনাস্থল থেকে কাউকে আট করার খবর অস্বীকার করেন।