দৌলতপুরে নাসির টোব্যাকো চালুর দাবিতে কর্মচারী ও শ্রমিকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন
শ্রমিকরা জানান, দীর্ঘ বছর ধরে চলে আসা নাসির টোব্যাকো ও বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তাদের না খেয়ে মরতে হবে। তারা এই ফ্যাক্টরি পূনরায় চালু করার দাবিতে হাজার হাজার কর্মচারী ও শ্রমিক এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেয়।
(রবিবার ২৪ মার্চ) সকাল ১১ টায় নাসির নগর থেকে আল্লারদর্গা বাজার পর্যন্ত কুষ্টিয়া-প্রাগপুর রোডের দুই ধারে মানববন্ধন ও প্রতিবাদ সভা মিছিল করে।
পরে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর আশ্বাসে তারা ফিরে আসেন। তিনি মানব বন্ধনে অংশ নেওয়া কর্মচারী ও শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, আগামী ৩-৪ দিনের মধ্য মালিক পক্ষের সাথে কথা বলে পূনরায় ফ্যাক্টরি চালু করার চেষ্টা করবেন বলে জানান।
উল্লেখ্য নাসির উদ্দিন বিশ্বাস এর ইন্তেকালের পর বড় স্ত্রী আনোয়ারা বিশ্বাস ২ মেয়ে, এক ছেলে ও ছোট স্ত্রী তাসলিমা সুলতানা দুই ছেলে, এক মেয়ে নিয়ে আলাদা ভাবে চলতে চায়, এ কারণে দুই পক্ষের দ্বন্দ্বে দীর্ঘদিন নাসির বিড়ি এবং নাসির সিগারেট উৎপাদন বন্ধ থাকে।