ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এমপি শাহজাদার দশমিনা তেঁতুলিয়া নদী পরিদর্শ

মোঃবেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: মা ইলিশ প্রজনন সময় কাল সরকার প্রদেয় ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত । দশমিনা উপজেলায় তেতুলিয়া নদীতে মা ইলিশ প্রজনন সময় কালে নদী শাসনে আছে দশমিনা উপজেলা মৎস্য অফিস,দশমিনা নৌ পুলিশ ফারি, কোস্টগার্ড, দশমিনা থানা পুলিশ এবং দশমিনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ । মা ইলিশ প্রজনন সময় কালে নদীতে মা ইলিশ ধরা,পরিবহন,বাজারজাত, ক্রয়-বিক্রয় সম্পূর্ন নিষেধ ।

২৮ অক্টোবর বিকেল ৪ ঘটিকার সময় স্হানীয় সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্হায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা(এমপি) তেঁতুলিয়া নদী ঘুরে দেখেন এবং মা ইলিশ প্রজনন সময় কাল নদী শাসন ব্যবস্হা পর্যবেক্ষণ করেন । এ সময় আরো উপস্হিথ ছিলেন,দশমিনা উপজেলা নির্বাহী অফিসার,মোসাঃতানিয়া ফেরদৌ, দশমিনা উপ কমিশনার (ভূমী) মোঃ আবদুল কাইয়ূম,উপজেলা থানা ইনচার্জ মোঃ জসীম, দশমিনা উপজেলা মৎস্য অফিসার, মোঃমাহবুব আলম তালুকদার,এ্যাড.বশির উদ্দিন,মোঃআলমগীর হোসেন(পিএস)সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

এস এম শাহজাদা এমপি বলেন, মা ইলিশ রাস্ট্রীয় সম্পদ। মা ইলিশ প্রজনন সময় কাল দশমিনা প্রশাসন তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করায় প্রশংসা করেন ।