ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বাংলা মায়ের বদন মলিন হতে দেবনা : জেলা ও দায়রা জজ

বাংলা মায়ের বদন মলিন হতে দেবনা  জেলা ও দায়রা জজ   

 

রাজশাহী ব্যুরো: চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়েছিল। আজ সেই স্মৃতিময় ২৬ মার্চ। আমাদের গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ। লাখো শহীদের রক্ত আর মায়ের বদন খালি করে বাংলাদেশের জন্ম হয়েছে। সেই মায়ের বদনের মুল্য বৃথা যেতে দিবেনা বলে অঙ্গিকার করেছেন রাজশাহী আদালত পাড়ার সম্মানিত জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। ২৬ মার্চ গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীর সম্মেলন কক্ষে আয়োজনে তিনি এসব কথা বলেন। ২৬ মার্চ বিকাল ৪.৩০ মি: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীর সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও স্বাধীনতা শহীদের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। এসময় আলোচনা করা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেওয়ার ভূমিকা নিয়ে। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এসময় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী আদালতের সকল বিচারকরা।