ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪ , আজকের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়া সান্তাহার জংশনে সাড়ে ৩ ঘণ্টা আটকা ছিল চিলাহাটি এক্সপ্রেস

বগুড়া সান্তাহার জংশনে সাড়ে ৩ ঘণ্টা আটকা ছিল চিলাহাটি এক্সপ্রেস

 (বগুড়া) প্রতিনিধি:  ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারনে হঠাৎ করে  আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে সাড়ে তিন ঘণ্টা আটকা ছিল ‘চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। সান্তাহার রেলওয়ে সূত্রে জানা গেছে  জানাই প্রতিদিনের ন্যায় আজ শনিবার (৩০ ই মার্চ) ২০২৪ ইং সকালে পার্বতীপুর লোকশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন নিয়ে আসার পর ট্রেনটি চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হাবীবুর রহমান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত ২টা ২২ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ট্রেনের এক্সেল বক্স (হট এক্সেল) গরম হয়ে যাওয়ায় এমন টি ঘটেছে। তিনি আরো জানান, এরপর পার্বতীপুর লোকোশেড থেকে অন্য একটি ইঞ্জিন আনার পর শনিবার সকাল ৫টা ৫২ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। এতে ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘণ্টা আটকে থাকার পর গন্তব্যের দিকে ছেড়ে যায়। ওই ট্রেনের যাত্রী আশিকুর রহমান  জানান, তিনি ঢাকায় চাকরি করেন। দুই দিনের ছুটি নিয়ে প্রয়োজনীয় কাজে গ্রামের বাড়ি নীলফামারীতে যাচ্ছিলেন। ট্রেনে যাত্রা  পথে এমন ঘটনায় তার প্রায় চার ঘণ্টা বিলম্বে পৌঁছাতে হবে। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন জানান, ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছিল।