ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

দৌলতপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল, শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এম মামুন রেজার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, প্রয়াত সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু’র দুই ছেলে রুবেল আল রাজ ও রিনেট আল রাজ। সহ দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দসহ সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার পূর্ব বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, দৌলতপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঈমাম হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম। দোয়া মাহফিলে প্রয়াত সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু এবং তার স্ত্রী’র আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।