ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ঐতিহাসিক বাঘার মেলায় জুয়া খেলা ও পরিচালনার দায়ে সাবেক কাউন্সিলসহ আটক-১০ 

ঐতিহাসিক বাঘার মেলায় জুয়া খেলা ও পরিচালনার দায়ে সাবেক কাউন্সিলসহ আটক-১০ 

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক মাজার শরিফ ও  মসজিদ প্রাঙ্গনে ১৫ দিনের জন্য ঈদ মেলার ৫ম দিন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীদের দিনরাত সমাগম হচ্ছে এই মেলায়। মেলায় সুশৃংখল ভাবে শতশত দোকান সারিবদ্ধভাবে বসানো হয়েছে। মেলাই রয়েছে বাচ্চাদের জন্য হরেক প্রকার আনন্দময় খেলা ও মজার মজার সব স্পট। রেলগাড়ী,নৌকায়  দোলনা,প্যাডেল নৌকাসহ অনেক প্রকার আইটেম। মেলায় রয়েছে প্রায় ৭০ টির মত ফুসকা ও চটপটির দোকান।
রবিবার (১৪ এপ্রিল) এই ঐতিহাসিক স্থানে চলছিল অবৈধভাবে জুয়া খেলার বোর্ড এমন তথ‍্যের ভিত্তিতে রাত ১২ টার দিকে ডিবির বিশেষ অভিযান পরিচালনা  করে ডিবি।এমন সময় অবৈধ জুয়া খেলা ও বোর্ড পরিচালনার দায়ে বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলসহ ১০ জনকে আটক করেন। আটককৃতরা হলেন, (১) বেলাল হোসেন (২) রুবেল হোসেন (৩) হাসান আলী (৪) মহসিন আলী (৫) রায়হান আলী(৬) খালেদ মাসুদ পাইলট (৭) আব্দুর রশিদ (৮) মোশারফ হোসেন (৯) মাহবুবুর রহমান হিমেল (১০) আলমগীর হোসেন। জুয়ার বোর্ড থেকে পলাতক আসামিরা হলেন,(১১) তানভীর আহমেদ তূর্য (১২) শিহাব আলী (১৩) মওদুদ আহমেদ সবুজ (১৪) রাসেল (১৫) রিমন আলী (১৬) জামাল হোসেন (১৭) সুরুজ জামান
এবিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, আটককৃত আসামীদের ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে ৩/৪  ধারায় মামলা দায়ের করে সোমবার(১৫ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।