ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

উপজেলা আওয়ামীলী কার্যালয় তালাবদ্ধ পালন করা হয়নি ঐতিহাসিক মুজিবনগর দিবস

উপজেলা আওয়ামীলী কার্যালয় তালাবদ্ধ পালন করা হয়নি ঐতিহাসিক মুজিবনগর দিবস

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় ঐতিহাসিক মুজবনগর দিবসে আওয়ামীলীগ অফিস তালাবদ্ধ। আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে পালন করা হয়নি ঐতিহাসিক মুজিব নগর দিবস।

১৭ই এপ্রিল বুধবার ছিলো ঐতিহাসিক মুজিবনগর দিবস । এই দিন সকালে মুজিবনগরে আনুষ্ঠানিক ভাবে শপথ নেওয়ার মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠন করার পর থেকে দলীয় ও রাস্ট্রিয় ভাবে দিবসটি পালন করে আসছে।
১৭ ই এপ্রিল সকাল থেকে দশমিনা উপজেলার আওয়ামীলীগ স্থায়ী কার্যালয় বান্ধছিলো। দিবসটি পাল উপলক্ষে কোন কর্যক্রম ছিলোনা।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি বেল্লাল হোসেন সরদার জানান, এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ কোন নির্দেশনা দেয়নি। তাই এ বিষয়ে জানিনা।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন কে তাদের মুঠো ফোনে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ করেনি।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম জানান আমি একটু কাজে ব্যস্ত আছি। এ বিষয়ে কিছুই জানিনা।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোশারেফ হোসেনকে ১৭ই এপ্রিল দুপুর তিনটায় ফোন করা হলে তিনি জানান আমি বাসায় আছি ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের কোন নির্দেশনা পাইনি তাই কোন চিঠি ইস্যু করা হয়নি। আমি এ বিষয়ে কিছুই জানিনা।
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান, ঐতিহাসি মুজবনগর দিবস পাল কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে নির্দেশনা আছে। দশমিনায় পালন করা হয়েছে কিনা জানিনা। সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানবো।