ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

মহাদেবপুরে পূর্ব শত্রুুতার জের ধরে  বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

মহাদেবপুরে পূর্ব শত্রুুতার জের ধরে  বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

মোহাম্মদ আককাস আলী : নওগাঁ মহাদেবপুরে পূর্ব শত্রুুতার জের ধরে দিনে-দুপুরে কীটনাশক (বিন্যামারা বিষ) প্রয়োগ করে চার বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার ঘটনায় গতকাল বুধবার থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষক মো. মোকলেছার রহমান। ঘটনাটি ঘটেছে সমবার দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউপির ডিমজাওন গ্রামে। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। অভিযোগ সূত্রে জানায়, পূর্ব শত্রুুতার জের ধরে রামচরণপুর গ্রামের মৃত সমছের আলীর ছেলে মো. তোবারক আলী, মো. জেকের আলী, মো. মাহবুব, মো. মিজানুর রহমান ওরফে বাবু, মো. মাসুদ, মো. শহিদুল ইসলাম, মো. রুহুল আমিন, মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. এমদাদুল, মো. দুলাল, মৃত মনছের আলীর মো. হাই বাবু, মৃত সমছের আলীর ছেলে মো. জামাল দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে সোমবার দুপুরে ডিম জাওন মৌজায় মোকলেছার রহমানের রোপণকৃত চার বিঘা ধানের জমিতে প্রকাশ্যে কীটনাশক (বিন্যামারা বিষ) প্রয়োগ করতে থাকে। এ সময় মোকলেছার রহমান বিষয়টি জানতে পেরে তাদের বাঁধা দিতে গেলে তারা মারমুখী হয়ে ওঠে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।