ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মহাদেবপুর ও বদলগাছী‌তে ‌দিন ব‌্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনু‌ষ্টিত

মহাদেবপুর ও বদলগাছী‌তে ‌দিন ব‌্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনু‌ষ্টিত

মোহাম্মদ আককাস আলী :  “প্রা‌ণিসম্প‌দে ভর‌বো দেশ , গড়‌বো র্স্মাট বাংলা‌দেশ ” এই প্রতিপাদ্যকে সাম‌নে রে‌খে প্রা‌ণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপল‌ক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী‌তে দিন ব‌্যাপী প্রা‌ণি সম্পদ প্রদর্শনী অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। এই উপল‌ক্ষে বৃস্প্রতিবার সকাল ১১ টায় কৃ‌ষি অ‌ফিস চত্ব‌রে প্রা‌ণিসম্পদ দপ্তর ও ভে‌টে‌রিনারী হাসপাতালের আ‌য়োজ‌নে এক আ‌লোচনা সভা অনু‌ষ্টিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো.আব্দুল মালেকের সভাপতিত্বে ইউএনও মো. কামরুল হাসান সোহাগ,দায়িত্বপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অনুকূল সাহা  বুদু,ওসি রুহুল আমিন প্রমুখ। অপরদিকে বদলগাছীতে ইউএনও মো. কামরুল হাসান সোহাগের(অ:দ:) সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন নওগাঁ জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ডা. আবু তা‌লেব প্রমা‌নিক। অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা কৃ‌ষি‌বিদ সাবাব ফারহান, থানা অ‌ফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পি‌পিএম , মু‌ক্তি যোদ্ধা সা‌বেক কমান্ডার ডিএম এনামুল হক ও দেওয়ান আব্দুর রহমান বাবলু প্রমূখ। অনুষ্টান শুরু‌তে স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বি‌পিএএ । আ‌লোচনা সভা শে‌ষে  অ‌থি‌তিরা প্রদর্শনী‌তে আগত ৪০ টি স্টল প‌রিদর্শন ক‌রেন এবং ৬ টি ক‌্যাটাগ‌ড়ি‌তে ৬ জন প্রা‌ণি সম্পদ উ‌দ্যোক্তা‌কে পরুস্কার হি‌সে‌বে নগদ টাকা ও সনদপত্র  প্রদান করা হয়।