দিলরুবা একজন সৎ, সাহসী ও জনপ্রিয় বিচারক ছিলেন : রাজশাহী জেলা ও দায়রা জজ
রাজশাহী ব্যুরো: দিলরুবা’র সংক্ষিপ্ত জীবনে অনেক স্মৃতি রয়ে গেছে আমাদের কর্মজীবনে। মাত্র ৮ কর্মদিবসে আলোচিত হত্যাকান্ডের সাহসী রায় দিয়ে পুরো বিচার বিভাগকে সম্মানিত করেছিলেন। তিনি একজন সৎ ও সাহসী বিচারক হিসেবে সকলের অন্তরে স্থান করে নিয়েছেন। তিনি এত সংক্ষিপ্ত সময়ে আমাদের ছেড়ে চলে যাবে, সত্যিই কল্পনাতীত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। রাজশাহী বিচার বিভাগ আয়োজিত স্মরণ সভায় এমন স্মৃতিবিজড়িত আবেগঘন বক্তব্য দিয়েছেন রাজশাহী বিচার বিভাগের সম্মানিত সিনিয়ন জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান। রবিবার (২১ এপ্রিল) বিকাল ৪ টায় রাজশাহী জেলা ও দায়রা জজ এর কনফারেন্স রুমে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা এর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এর বিজ্ঞ বিচারক জনাব শেখ মফিজুর রহমান।
স্মরণ সভায় আবেগময় আরও বক্তব্য রেখেছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মোঃ হাদিউজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক জেলা জজ জনাব হাসানুজ্জামান, বিভাগীয় স্পেশাল জজ জনাব মোসাম্মৎ ইসমত আরা, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা জজ মোঃ মহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিচার বিভাগের সকল বিচারকরা। উল্লেখ, গত ৭ এপ্রিল (রবিবার) সকাল সোয়া ৮টার দিকে ক্যানসারে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Print [1]