ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

না ফিরার দেশে চলে গেলেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব

না ফিরার দেশে চলে গেলেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব

মোহাম্মদ আককাস আলী :  অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে নাফিরার দেশে চলে গেলেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদা মনের মানুষ মানবতার ফেরিওয়ালা আহসান হাবীব ভোদন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০এপ্রিল শনিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তিনি রেখে গেছেন স্ত্রী,এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী। তাঁর আত্মার মাগফেরাত কামনায় শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলী।
 ২১ এপ্রিল রোজ রবিবার বৈকাল ৪ টায় মহাদেবপুর ডাকবাংলার মাঠে মূরহুমের প্রথম জানাজার নামাজ
এবং বৈকাল ৫টায় তাঁর নিজ গ্রাম জয়পুরডাঙ্গা পাড়ায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর জানাজায় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষের ঢল নামে।
উল্লেখ্য ১২ই মার্চ মঙ্গলবার রাত ১০ দিকে তিনি ট্রাকের সাথে তেরো মাইল এলাকায়  মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।