ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ

(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাধারন আলিফ মাহমুদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সেউজগাড়ীতে রিকশাচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম, আসলাম হোসেন, নুর আলম প্রমুখ। প্রায় ৫ শতাধিক পথচারী ও রিকসা চালকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। প্রচন্ড তাপদাহের মাঝে শ্রমিক কল্যাণের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন পথচারীরা। আয়োজকরা জানিয়েছেন, জনগণের কষ্টের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এমন কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা তাদের রয়েছে।