1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীতে বিদ্যুৎ কন্ট্রোলবক্সে আগুন ধরে বন্ধ হয়েছে আদালত কার্যক্রম - dailynewsbangla
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে  ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামুল্য  উপকরণ বিতরণ ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় নওগাঁর কাঁচা মরিচ চাষীরা  ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক

রাজশাহীতে বিদ্যুৎ কন্ট্রোলবক্সে আগুন ধরে বন্ধ হয়েছে আদালত কার্যক্রম

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

রাজশাহীতে বিদ্যুৎ কন্ট্রোলবক্সে আগুন ধরে বন্ধ হয়েছে আদালত কার্যক্রম

 

রাজশাহী ব্যুরো:  রাজশাহী আদালতের বিদ্যুৎ কন্ট্রোলবক্স আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৪.৩০ মি: রাজশাহী আদালতের ১ নং ভবনে শকটসার্কিট হয়ে বিদ্যুৎ কন্ট্রোল বক্সে আগুন ধরে যায়। এসময় আতঙ্কিত হয়ে পড়ে আদালতের বিজ্ঞ বিচারক, ষ্টাফ ও বিচারিক কাজে আসা সাধারণ মানুষ।

এঘটনায় দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রাজশাহী আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান। তিনি দ্রুত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী হারুন-অর রশিদকে ফোন করলে তিনি দ্রুত গণপূর্ত বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (ইএম) মুনমুন হোসেনকে পাঠন। এরপর ঘটনাস্থলে আসেন প্রকৌশলী (ইএম) মুনমুন হোসেন। প্রকৌশলী এসে দেখতে পান বিদ্যুৎ বক্সের বেহাল দশা।

বিষয়টি নিয়ে রাজশাহী আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, ঘটনার পর পর আমাকে জানানো হয়। আমি সরেজমিন পরিদর্শন করে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও গণপূর্তকে ফোন করি। এরপর ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় আদালতের ষ্টাফদের সাথে কথা বললে তারা জানান, প্রথমে কয়েকবার বিকট শব্দ হয়। এরপর দেখি সবাই দৌড়ে পালাচ্ছে। আমরা দ্রুত বাইরে বের হয়ে দেখি বিদ্যুৎ বক্সে আগুন। আমরা এঘটনায় আতঙ্কিত হয়ে পড়ি। এরপর থেকে পুরো ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কখন বিদ্যুৎ সংযোগ পাব আমরা জানিনা।

এব্যাপারে প্রকৌশলী মুনমুন হোসেনের সাথে কথা বললে তিনি কোন কথা বলতে চাননি। পরে তিনি বলেন, অত্যাধিক খরাতাপে এমন ঘটতে পারে। এই বক্সের সব তার পুড়ে গেছে। এতে বিদ্যুৎ এর পূণ্যসংযোগ দিতে সময় লাগতে পারে। ভবনের তার গুলো চেক করে দেখতে হবে, তারের কোন ক্ষতি হয়েছে কিনা। তবে এটি শকট সার্কিটের কারনে এমনটা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ