জনবান্ধব বিচার ব্যবস্থা এখন সময়ের ব্যাপার : রাজশাহীতে জেলা ও দায়রা জজ
রাজশাহী ব্যুরো: আইনগত সহায়তায় সবাইকে এগিয়ে আসার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ মে ) রাবি’র আইন বিভাগের ড. এম বদরউদ্দিন লেকচার থিয়েটার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় রাবি’র আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদা আঞ্জু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোহা: ইমদাদুল হক। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবি’র আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। এসময় আইনি অধিকার নিশ্চিত করতে এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার এর আয়োজন করা হয়। এই সেমিনারে লিগ্যাল এইড প্রতিষ্ঠিত করার লক্ষ্য ও উদ্দেশ্য এবং লিগ্যাল এইড অফিস থেকে মানুষ কোন ধরণের আইনি সহায়তা বিনামূল্যে পেতে পারেন সেই বিষয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের জানা জরুরি এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠি আসে। এছাড়া অনুষ্ঠান থেকে লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের আশপাশের আইনি সহায়তা পাওয়ার মতো যোগ্য মানুষদের মাঝে পৌঁছে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান অতিথি আহবান জানানো হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শেখ মফিজুর রহমান বলেন, আইনের অধিকার নিশ্চিত করার জন্য লিগ্যাল এইড প্রতিটি জেলায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুই পক্ষকে সমঝোতার মাধ্যমে মামলার জট কমিয়ে আনা লিগ্যাল এইডের মূল লক্ষ্য। বিচার প্রার্থীদের জানাতে হবে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দ্রুত মামলার শেষ করা যায়। তাহলেই আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে। পরে প্রধান অতিথি উক্ত অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উক্ত অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষকমন্ডলী ও রাজশাহী বিচার বিভাগের বিভিন্ন স্তরের বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
Print [1]