ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দশমিনায় এক দিনের প্রশিক্ষণ কর্মশালা

দশমিনায় এক দিনের প্রশিক্ষণ কর্মশালা

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন হল রুমে মঙ্গলবার সকাল ১০ টায় ৬ষ্ঠ উপজেলা সধারণ নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে। স্বচ্ছ, সুষ্ঠু ও পরিছন্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য উপজেলা ৪৪ টি কেন্দ্রে ভোট গ্রহনের উদ্যেশে উপজেলায় প্রিজাইডিং ৪৪, সহকারি প্রিজাইডিং ৩২৬ এবং ৬৫২ জন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাদের এক দিনের প্রশিক্ষণ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা, সহকারি কমিশনার (ভুমি) ওয়াসিউজ্জামান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার, সহকারি রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
সহকারি রিটার্নিং কর্মকর্তা বলপন, ২১ মে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নির্বাচনে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের এক দিনের প্রশিক্ষণের বয়বস্থা গ্রহন করা হয়।