মানবিক ও সমাজ সেবায় ইশরাত জাহান কুইনের প্রধান লক্ষ্য
( বগুড়া ) প্রতিনিধি ঃ আসন্ন আদমদীঘি উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের ইশরাত জাহান কুইন। কুইনের বাবা মৃত মোমতাজ আলী ছিলেন সাবেক রেল কর্মকর্তা, মা
স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষিকা সাহান আরা বেগম (পূর্নিমা) । রাজনৈতিক পরিবারের মেয়ে তিনি। মামারা-খালারা প্রায় সবাই আওয়ামী লীগ দলের সঙ্গে যুক্ত। ইশরাত হাজান কুইনের নানী বিখ্যাত ২০ সন্তানের মা প্রয়াত জয়নব খাতুন ছিলেন
আওয়ামী লীগ ভক্ত এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের সদস্য। এই উপজেলায় সাবাই তাকে ইন্দিরা গান্ধি’ বলে ডাকতেন। এক খালা মনোয়ারা বেগম ১৯৬৯ সালে ঈশ্বরদী ডিগ্রী কলেজের ভিপি ছিলেন এবং সেই সময়ে পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করেন।
এক মামা প্রয়াত বেনজুরুল ইসলাম সাবেক বগুড়া স্টেশন মাস্টার এবং আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং আরেক মামা দৈনিক প্রথম আলো আদমদীঘি উপজেলার প্রতিনিধি এবং সান্তাহার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক। আরেক মামা মোঃ রবিউল
ইসলাম বর্তমান শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং সান্তাহার শহর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং দৈনিক ভোরের দর্পণ পেপারের আদমদীঘি প্রতিনিধি। কুইনের ছোট মামা মোঃ সাজেদুল ইসলাম (চাম্পা) বর্তমনে উপজেলা
আ.লীগের যুগ্ম সম্পাদক । এক ভাই পান্থ বিখ্যাত কণ্ঠশিল্পী । মূলত পারিবারিক অবস্থান থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন করেন ইশরাত জাহান কুইন। সান্তাহার মহিলা যুবলীগ থেকে বর্তমানে কেন্দ্রীয় যুব লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি ইতিহাস বিষয়ে অনার্স, মাষ্টার্স করেছেন বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে। সেই কলেজের ছাত্রলীগের নেত্রী ছিলেন তিনি। বর্তমানে উপজেলার সর্বত্ত তাঁর সুনাম, পরিচিতি ছড়িয়ে পড়েছে। তিনি তাঁর প্রতিক প্রজাপতি মার্কা নিয়ে কর্মি, সমর্থকদের সাথে উপজেলার গ্রামে গ্রামে নির্বাচনী প্রচারে ব্যস্ত বর্তমানে। মুঠোফনে তিনি বলেন, আমার জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে আমি নির্বাচনে এসেছি। আমি কোনদিন দল পরিবর্তন করিনি। সবার কাছে দোয়া চাই আমার মার্কা প্রজাপতি।
Print [1]