ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়াম্যান পদে তিন প্রার্থী হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে

দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়াম্যান পদে তিন প্রার্থী হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় পরিষদ  নির্বাচন ২১ মে নির্বাচনকে ঘিরে চলছে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা ও নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রæতি। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান, পুরান-নতুন মিলিয়ে ৮ জন প্রতিযোগিতার জন্য মাঠে কাজ করছেন। নির্বাচন প্রচার মাইকিং, পথসভা, গনসংযোগ,উঠানবৈঠক প্রচারনার দিন পারকরছেন। দলীয় প্রতীক না থাকায় স্বধীন ভাবে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য ব্যক্তিকে জনগন ভোট দিতে চায় এমন প্রত্যশা তাদের। ভোট গ্রহনের বাকী মাত্র পাঁদিন। ভোট গ্রহনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে বিরল আনন্দ পরিলক্ষিত হচ্ছে।
সরজমিনে দেখা যায় প্রতিক বরাদ্দের পর থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের গ্রাম-গজ্ঞ, হাট-বাজার, চায়ের দোকান, পাড়া-মহল্লায় জমে উঠেছে দোয়া প্রার্থনা, মুলাগাত আর পথসভা। ফেস্টুন আর ব্যানারে ছেয়েগেছে উপজেলার সকল ইউনিয়ন। প্রত্যেক প্রার্থী ভোট প্রার্থনায় প্রার্থীদের কাছে দিচ্ছেন নানা উন্নয়নমূলক প্রতিশ্রæতি। জনগনের জরিপে পুরান নতুন মিলিয়ে এ বছরের উপজেলা নির্বাচন হবে হাড্ডাহাড্ডি। দলীয় প্রতিক না থাকায় ভোটার গন স্বাধীন ভাবে কথা বলছেন। বিগত পাঁচটি বছর কোন উন্নয়নমূলক কাজ না হওয়ায় তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজমান। জনগনের ভোটার জরিপে দেখাযায় নতুন মুখ সাবেক ঢাকা জগন্নাথ কলেজের মেধাবি শিক্ষার্থী , কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন(মটরসাইকেল), সাবেক ঢাক জগন্নাথ কলেজের শিক্ষার্থী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি, কবি,সাহিত্যিক ও সাংবাদিক শাখাওয়াত হোসেন শওকত(ঘোড়া), উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার( টেলিফোন) এগিয়ে আছেন। সাধারণ জনগনের একটিই কথা উপজেলা পরিষদের চেয়ানম্যান এমন একজনকে ভোট দিয়ে সেবা কারার জন্য বিজয়ী করবো যার মধ্যে লোভ, আতœীয়করন কিংবা পক্ষপাতিত্ব থাকবেনা। যিনি জনগনের সেবায় যোগাযোগ ব্যবস্থার, শিক্ষার মানউন্নয় এবং অসহায় জনগনের পাশে থেকে কাজ করবেন। তাদের একটিই কথা ২১ মে আমারা আমাদের পবিত্র ভোট সঠিক ও যোগ্য ব্যক্তিকে দিবো। আমাদের উপজেলা সরকারের উন্নয়ন থেকে পিছিয়ে পড়তে চাইনা । আমরা উন্নয়ন চাই। সরকারে দেয়া উন্নয়নের বরাদ্দের অর্থ আতœীয়করন না করে জনগনের সেবায় ব্যায় করবে এমন প্রার্থীকে বিজয়ী করবো।
উপজেলা সহকারি রিটারিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভোট গ্রহনের জন্য প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং সহ কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনীর ও ম্যজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নিরাপেক্ষ, সুষ্ঠু, সুন্দর ও পরিছন্ন ভাবে ভোটগ্রহনের সকল প্রস্থুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপক্ষ ভোট গ্রহনে আমরা বদ্ব পরিকর।