ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দশমিনা তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের সময় ৪জেলে আটক

মো.বেল্লাল হোসেন দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় ৩নভেম্বর দশমিনা উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ ফারির যৌথ অভিযানে ৪জেলেকে আটক করা হয়েছে। দশমিনা নৌ পুলিশ ফারি ইনচার্জ মোঃআবু আব্দুল্লাহ জানান, দশমিনা তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার সময় ৮ শত মিটার জাল ও একটি ইঞ্জিন চালিত ট্র্যালার সহ ৪ জেলেকে সন্ধ্যা ৭ ঘটিকার সময় আটক করা হয়।

আটক কৃতদের মধ্যে ১.মোঃশাহাবুদ্দিন দফাদার(৪০)পিতা মৃতঃকাঞ্চন আলী দফাদার । ২. মোঃসোহেল মৃধা(২০)পিতা. আলাউদ্দিন মৃধা । ৩.মোঃ সহিদ(১৩)পিতা.নুরু সরদার । ৪.মোঃছাদ্দাম(১২)পিতা মোঃসেলিম মৃধা। সর্বসাং-কাটাখালি,উপজেলা-দশমিনা, জেলা-পটুয়াখালী । ১ ও ২ নাং এর বিরুদ্ধে মৎস্য সংরক্ষক আইনের ১৯৫০ সনের ৫(২) এর (খ)ধরায় নিয়মিত মামলা করা হয়। ৩ ও ৪ নং আসামির বয়স অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।