ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দৌলতপুরে কমিউনিটি সাপোর্ট গ্রুপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

হেলাল উদ্দিন: “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ আজ বুধবার (৪ নভেম্বর ) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মৌবাড়ীয়া কমিউনিটি ক্লিনিক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে অত্র কমিউনিটি ক্লিনিকের সভাপতি কাজী আলাউদ্দিন আহমেদ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ আই মো.রিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের সদস্য মো.বেদালী মন্ডল,মৌবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, ছিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কোরবান আলী, আওয়ামীলীগ নেতা বেনজির আহমেদ বাবু খান,কাজী শফিউল ইসলাম, কাজী আব্দুল্লাহ আল মামুন,আরো উপস্থিত ছিলেন চকঘোগা কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি মো. ওলিউর রহমান, এইচ এ শাহানাজ পারভীন প্রমুখ।

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন- মৌবাড়ীয়া কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি মো. জামান হোসেন । প্রশিক্ষণ শেষে সকলকে একটি করে ছাতা প্রদান করেন।