ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আচরণবিধি লঙ্ঘন করায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বুলবুল হাসান কে ৫ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন করায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বুলবুল হাসান কে ৫ হাজার টাকা জরিমানা।

জেলা প্রতিনিধি অদ্য ১৮/০৫/২০২৪ শনিবার ভেড়ামারায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুলবুল হাসান (পিপুল), ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। পরে জরিমানার টাকা পরিশোধ করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী বুলবুল হাসান (পিপুল)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভেড়ামারা পৌরসভার মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী বুলবুল হাসান (পিপুল) পালকি মার্কার পথসভার আয়োজন করা হয়। পথসভায় আচরণবিধি লঙ্ঘন করে মোটর সাইকেল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন তার কর্মী ও সমর্থকরা। এ বিষয়ে পালকী প্রতীকের প্রার্থী বুলবুল হাসান (পিপুল) বলেন, কে বা কারা আমার সভাস্থলে শো-ডাউন দিয়েছে তা আমি জানি না। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় আমি ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, পালকি মার্কার সমর্থনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মোটর সাইকেল শোডাউন ও মিছিল করায় প্রার্থীকে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে এমন আচরণবিধি মেনে চলার জন্য তাকে সতর্ক করা হয়েছে।