ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কালের ক্ষয়িষ্ণু ঘাটে

কালের ক্ষয়িষ্ণু ঘাটে

আরশেদ আলী
মরা ঘাটের কিনারে যে হাট ছিল,
তার যৌবন তুমি দেখোনি,
বিকেলের হিল্লোল ছিল,
গাছ,পাখি ও মানুষের হৃদয়ে।
মরমি সুর ছিল বাতাসে,
আকাশে ছিল আয়ুরেখার ছায়াপথ।
বুনো উচ্ছ্বাসে ডুবে ছিল যে মাঠ,
তার কোমল হাসিও তুমি মাখোনি,
হারিকেনের মিটিমিটি আলোয় ফোটা
নিদ্রালু যুবকের নিশীথের খাতায় আঁকা
বেনামি বালিকার অগোছালো অবয়ব,
অজানা গোপন সুখ সঞ্চার করে
হারিয়ে যায় এই হাটের বিস্তৃত সীমানায়,
কখনো শুনতাম বন্ধু কালু চাচার হাঁক,
ভোরবেলায় প্রায়শ তার আওয়াজ ভাসতো
” কইরে চাচা,শফি-ভুট্টোকে ডাক! “
বন্ধু ও আত্মীয়ের অটুট বন্ধনের সুখ
কালের ক্ষয়িষ্ণু ফিতায় তুমি বাঁধোনি।